চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন বিল,জলাশয় ও অভয়াশ্রমে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারি ও খলিসাগাড়ি বিলে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় পাবনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম,মৎস্য অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক মোঃ মোকছেদ আলী,মৎস্য অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক আরিফুল ইসলাম,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা খানম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার,খামার ব্যবস্থাপক মোঃ আঃ খলেক,বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু,এ্যাড.আশরাফুজ্জামান হালিম,মনির উদ্দিন মনিসহ সুফলভোগি মৎস্যচাষি,মৎস্যজীবি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন জানান,উপজেলার বিলকুড়ালিয়া,ডিকশি বিল,ছাওয়ালদহ,খলিসাগাড়ি বিল,বোয়ালমারী বিল,চরপাড়া প্লাবন ভূমি ও অভয়াশ্রমে ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় ৪৩০ কেজি রুই,কাতলা ও মৃগেল মাছের পোনা ছাড়া হয়েছে।