বিশেষ প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার বাঙ্গালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি কর্তৃক নিয়োগ বানিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত,সীমানা প্রাচীর নির্মাণ না করে অর্থ আত্মসাতসহ স্কুলের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা।
গতকাল রবিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় স্কুল চত্বর থেকে ছাত্র-ছাত্রী মিছিল করে প্রায় ৩ কিলোমিটার দূরে উপজেলা সদরে আসে। শিক্ষার্থীরা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাটমোহর জেলা পরিষদ ডাকবাংলোর গেটে অবস্থান নেয়। সেখানে অবস্থিত সেনা ক্যাম্পে তারা অভিযোগ দিতে হাজির হন। পরে স্কুলের ১০ম শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তারা দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে অভিযোগ করে বিচার দাবি করেন। পরে বিক্ষোভ কর্মসূচি শেষ করে স্কুলে ফেরত যায় তারা।
এরআগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে স্কুলের প্রি টেস্ট পরীক্ষা ও ক্লাস বর্জন করে সকল ছাত্র-ছাত্রী বিক্ষোভ করেছে। তারা সভাপতি বজলুল রহমান,প্রধান শিক্ষক মোঃ তোরাব আলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এক পর্যায়ে শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে।
স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর রহমান,শিমুল,জুবায়ের,পাপিয়া খাতুন,রিফাত,রুমিসহ অন্যরা জানায়,স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে অতি সম্প্রতি কয়েকজনকে নিয়োগ দিয়ে ৪০ লাখ টাকার বানিজ্য করেছেন। স্কুলের সীমানা প্রাচীর নির্মানের জন্য টাকা বরাদ্দ হলেও প্রাচীর নির্মাণ না করে টাকা আত্মসাত করা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে,তাদের স্কুলের পানীয় জলের ব্যবস্থা নেই,কমন রুম নেই। শ্রেণী কক্ষে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় বেঞ্চ নেই। তারা আরো জানায়,শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না,তারা ইচ্ছেমতো স্কুলে আসেন আর যান। বিক্ষোভকারী শিক্ষার্থীরা এসকল সমস্যার সমাধান দাবি করে সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচার দাবি করেছে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ তোরাব আলী ও সভাপতি বজলুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু মোবাইল ফোন রিসিভ না করায় কথা বলা যায়নি।
চাটমোহরের বাঙ্গালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
চাটমোহর
2 Mins Read
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment