চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার আম গাছগুলো মুকুলে ভরে গেছে। ছোট আম গাছগুলোতে মুকুল এসে নুঁয়ে পড়েছে। তবে কিছু বড় গাছগুলোর ডগায় মুকুলের পরিবর্তে বের হয়েছে ছোট কচি পাতা। এ উপজেলার চাষিরা আমের মুকুল রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছেন। আম বাগান মালিকরা বলছেন,গতবারের তুলনায় এবার আম বাগানগুলোয় মুকুলের পরিমাণ কম। আবহাওয়া পরিবর্তনে মুকুল কম হয়েছে। এবার আমের জন্য অফ ইয়ার আর আবহাওয়ার কারণে মুকুল কম। তারপরও গাছে গাছে প্রচুর মুকুল এসেছে।
আম বাগানি শহিদুল ইসলাম বলেন,আমগাছে এবার মুকুল অনেক দেরিতে এসেছে। আমরা বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছি। এছাড়া, শীতের প্রভাব দীর্ঘদিন থাকায় গাছে আমের মুকুলের পরিমাণ কম। নতুন যেসব বাগান সৃজন হয়েছে, সে গুলোয় মুকুল এসেছে।