ঈশ্বরদী সংবাদদাতাঃ
রূপপুর পারমাণবিক প্রকল্পের আবাসন গ্রীণসিটি এলাকায় দোতালা বাড়িসহ ফের ১৪০টিরও বেশী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে নতুনহাটে রূপপুর প্রকল্পের আবাসন গ্রীন সিটি এলাকায়এই যৌথ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত এসব স্থাপনা উচ্ছেদের জন্য অনেক আগেই পরিকল্পনা গ্রহন করা হয়। এসব অবৈধ স্থাপনায় বাড়িসহ দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল স্থানীয়রা। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ইতোপূর্বে বারংবার নোটিশ এবং মাইকিং করা হয়। এরপরও স্থাপনা সরিয়ে নেয়া না হলে শনিবার উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনী গত ১৩ জুলাই হতে যৌথভাবে অভিযান শুরু করে। ওইদিন রাস্তার দুই পাশের দোকানপাট হোটেল-রেস্টুরেন্টসহ অবৈধভাবে দখল করে রাখা মোট ১২৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে হোটেল-রেস্টুরেন্টসহ দোকানপাট নির্মাণ করা হয়েছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৩ জুলাই ১২৭টি এবং আজ দোতালা বাড়িসহ ১৪০টিরও বেশী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা সরানোর জন্য বারবার নোটিশ প্রদান এবং মাইকিং করা হয়। কিন্তু দখলদাররা কর্ণপাত না করায় অভিযান চালিয়ে স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।