মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্ঠা মিজ্ ফরিদা আকতার বলেছেন, বিষেশ সিন্ডিকেটের জন্য জলাশয়ে প্রকৃত মৎসজীবিরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। হাওর বিল নদীসহ সব জলাশয় প্রকৃত মৎস জীবিদের দায়িত্ব দেয়ার ব্যবস্থা চলছে। তিনি আরো বলেন, ডিমসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা। দেশের বড় বড় ডিম উৎপাদন কোম্পানি গুলো চাহিদার মাত্র ২০শতাংশ সরবরাহ করতে পারে। বাকি ৮০ শতাংশ সরবরাহ করতে হয় প্রান্তি খামারিরা। মুরগী ডিম বাচ্চা উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে কোন মধ্যস্বত্তভোগী থাকবে না। বেশ কয়েকটি কোম্পানী বিভিন্ন ভাবে ডিম, মুরগী, বাচ্চা উৎপাদনকারীদের অধীনে নেয়ার চেষ্টা করছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে স্বাধীনভাবে ব্যবস্যা করতে পারে সেদিকে নজর রাখছি। কোন কোম্পানীর অধীতে যাওয়া যাবে না। ডিম উৎপাদন ও ভোক্তার মাঝে মধ্যস্বত্তভোগী বড় সমস্যা। ডিমের দাম যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্ঠা চলছে। বিদুৎ বিলে বিমাতা সুলভ আচরণ করছে। ডিম ও মাছ উৎপাদনে বিদুৎ বিল কৃষি বিলে আনার চেষ্ঠা চলছে।
শনিবার দুপুরে পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পাবনা জেলার মৎস ও প্রাণী সম্পদ এর প্রান্তিক পর্যায়ের খামারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা এর সঞ্চলনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্ঠা মিজ্ ফরিদা আকতার। বিশেষ অতিথি ছিলেন মৎস ও প্রাণী সম্পদ সচিব সাঈদ মো. বেলাল হায়দার। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একে মপহএম মুশাররফ হোসেন, মৎস জীবি গোপাল চন্দ্র হালদার, শাজাহান আলী, আলমগীর হোসেন, শাকিলা খাতুন প্রমূখ।
প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নাজমুল হোসাইন ও সিনিয়র মৎস কর্মকর্তা মো. ওমর আলী আলাদাভাবে বিভাগীয় প্রবন্ধ উপাস্থাপন করেন।
কোন মধ্যস্বত্তভোগী থাকবে না – উপদেষ্ঠা ফরিদা আকতার
পাবনা সদর
2 Mins Read
Previous Articleসাঁথিয়ায় ৪৫০০০ টাকার জালনোট সহ গ্রেফতার ১
Next Article চাটমোহরে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment