কুমিল্লা জেলার পুলিশ সুপার হলেন পাবনা শহরের চক পৈলানপুর নয়নামতির ছেলে সাইদুল ইসলাম রাজু বিপিএম, পিপিএম। তিনি এর আগে ২০২২ সাল ২৫ আগষ্ট থেকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৫ তম ব্যাচ (বিসিএস) রাজু চক পৈলানপুর মহল্লার আব্দুল মজিদ ও মরহুমা রাজিয়া সুলতানার ছেলে। অত্যন্ত সদালাপী ও নিজের পেশাগত দক্ষতায় সুনাম কুড়ানো পুলিশ কর্মকর্তা রাজু পাবনা পৌর আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য রাশিদুল ইসলাম মজনুর ছোটো ভাই। করোনা মহামারীর সময়েসহ নানা সময়ে সাধারন অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। পেশাগত দায়িত্বের বাইরেও নানামূখী জনকল্যাণকর কাজে জড়িয়ে রেখেছেন নিজেকে। তিনি পেশাগত সুনামের কারনে পুলিশের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার বিপিএম ও পিপিএম পদক লাভ করেছেন। তার এমন পদোন্নতির খবরে জেলাজুড়ে থাকা তার বন্ধু স্বজনদের মাঝে আনন্দ পরিলক্ষিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগের সপ্তম কংগ্রেসের আইন শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য তৌহিদুল ইসলাম রুপনসহ তার কাছের বন্ধু স্বজনেরা তার পেশাগত জীবনের উত্তোরত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন। এদিকে পুলিশ সুপার সাইদুল ইসলাম রাজু বিপিএম পিপিএম পাবনাবাসীর কাছে নিজের জন্য দোয়া প্রার্থনা করেন যেনো জীবনের শেষদিন অবধি পেশাগত সুনাম অক্ষুন্ন রেখে মানুষের খেদমতে নিজেকে শামিল করে রাখতে পারেন।