পুর্ব শত্রতার জের ধরে পাবনার আতাইকুলা থানার চরাডাঙ্গা মৌজায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান ওরফে বাতেন মাষ্টারের ২ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার হাসিবুল ইসলামকে প্রধান আসামী করে পাবনার আতাইকুলা থানায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
এজাহার সুত্রে জানা যায়, আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান ওরফে বাতেন মাষ্টারের ঐ এলাকায় ২০ বিঘা জমি রয়েছে। বাতেন মাষ্টার দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত হয়ে চরম অসুস্থায় নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরছে। এই সুযোগে ঐ ইউনিয়নের মেম্বর হাসিবুল ইসলাম দীর্ঘদিন নানা ফন্দি ফিকির করে বাতেন মাষ্টারের সকল জমি অবৈধভাবে গ্রাস করার অপচেষ্টা করছে। তারই ধারবাহিতায় গত ৩১ মার্চ ২০ শতাংশ জমির জরো করে রাখা কাটা গম নিয়ে যায় হাসিবুল মেম্বর ও তার সাঙ্গপাঙ্গরা। এ ব্যাপারে থানায় মামলা দিলে পরে মাফ চেয়ে সে গম ফেরত দেয়। হাসিবুল মেম্বরের বাড়ীর পাশে বাতেন মাষ্টারের দুই বিধা জমির ধান কেটে ক্ষেতেই রাখে কৃষি শ্রমিকরা। এই কেটে রাখা ধান গত ১ ডিসেম্বর রাতে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩৬ হাজার টাকার ফসল পুড়ে নষ্ট হয়।
এ ব্যাপারে বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান ওরফে বাতেন মাষ্টার বাদী হয়ে স্থানীয় মেম্বার হাসিবুল ইসলাম (৩৭), তায়জুল ইসলাম (৩২), রানা (২১) ও পিয়ারুল ইসলাম (২৬) কে আসামী করে পাবনার আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
আতাইকুলা থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ কেমন শত্রুতা : পাবনায় পুর্ব শত্রুতার কারণে বীরমুক্তিযোদ্ধার দুই বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
পাবনা সদর
2 Mins Read
Previous Articleসাঁথিয়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Next Article পাবনায় বিশ^ মৃত্তিকা দিবস পালিত
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment