স্টাফ রিপোটার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রদেয় এফপিএবি পাবনা শাখার ব্যবস্থাপনায় গতকাল ২২ নভেম্বর ২০২৩ বুধবার সকালে তারার মেলায় হতদরিদ্র নির্যাতিতা গর্ভবতী মহিলাদের নিরাপদ প্রসবে সহযোগিতার লক্ষ্যে এক অনুদান কর্মসূচীর আয়োজন করা হয়।
এতে প্রকল্প এলাকার ১০ জন হতদরিদ্র নির্যাতিতা গর্ভবতী মহিলাকে ২ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়।
আনুষ্ঠানিকভাবে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজ আহমেদ, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, পাবনা । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফপিএবি পাবনা শাখার সভাপতি ও বর্ষিয়ান সাংবাদিক আব্দুল মতীন খান। শাখার জেলা কর্মকর্তা অরুন কুমার শীল এতে স্বাগত বক্তব্য রাখেন।
ইতিপূর্বে শাখার কাউন্সিল এর মাধ্যমে হতদরিদ্র নির্যাতিত গর্ভবতী বাছাই ফরমেট এর মাধ্যমে তাদেরকে বাছাই করা হয় এবং মেডিকেল অফিসার কর্তৃক তাদের প্রসবপূর্ব সেবা, আল্ট্রসনোগ্রাফি সেবা এবং বিনামূল্যে ঔষদ প্রদান করা হয়। গর্ভবতীদের গর্ভকালীন স্বাস্থ্য সেবার প্রাপ্যতা, গর্ভবতীর অধিকার, প্রসবোত্তর ও প্রসব পরবর্তী সেবা, পুষ্টিকর খাদ্য ও নিরাপদ প্রসব সেবাসহ সকল সেবা এফপিএবি কিèনিক থেকে গ্রহন করার জন্য অনুরোধ রেখে বক্তব্য প্রদান করেন এবং এফপিএবির হটলাইন সেবা প্রদান করে এফপিএবি।