পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৩ অক্টোবর ২০২৪ তারিখে গণযোগাযোগ অধিদপ্তরের “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় সিভিল সার্জন অফিসারের সম্মেলন কক্ষে ইউনিসেফ, বাংলাদেশ -এর সহযোগিতায় জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি দিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, পাবনা ডা. শহীদুল্লাহ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এম জাহিদ কামাল, বিশ^স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশিদুল বারী। অবহিতকরণ সভায় জেলার বিভিন্ন উপজেলার গার্লস গাইডস্ ও স্কাউটস্ এবং এসকল প্রতিষ্ঠানের কমিশনার ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আগামী ২৪ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে যুব সম্প্রদায় বিশেষ করে গার্লস গাইডস্ ও স্কাউটস্ দের সম্পৃক্ত করার বিষয়টি সুষ্পষ্ট করে তুলে ধরেন এবং এ ক্যাম্পেইকে শতভাগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন সাধারণত নারীরা যে সকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তন্মধ্যে বৈশি^কভাবে ৪র্থ এবং বাংলাদেশে ২য় সর্বোচ্চ। প্রতিবছর বাংলাদেশে প্রায় পাঁচ হাজার নারী জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যুবরণ করে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। আগামী ২৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে ঢাকা বিভাগ ব্যতীত সকল বিভাগের স্কুলে ৫ম থেকে ৯ম শ্রেণীর কিশোরীদের এবং স্কুলের বাইরে ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের ইপিআই টিকাদান কেন্দ্রে বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদান করা হবে। এজন্য অবশ্যই িি.িাধীবঢ়র.মড়া.নফ অয়েবসাইটে জন্মসনদের ১৭ ডিজিটের সংখ্যাসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।