এম এ আলিম রিপনঃ এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজ কে পেছনে ফেলে উপজেলার শীর্ষ স্থান অধিকার করেছে সুজানগর মহিলা ডিগ্রি কলেজ। ৯৮% পাশের হার এবং ১৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫পাওয়ায় উপজেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে সুজানগর মহিলা ডিগ্রি কলেজ নামক এ শিক্ষা প্রতিষ্ঠানটি। রবিবার প্রকাশিত ফলাফলে দেখাযায়, সুজানগরের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজ ৭৩.৫১% পাশের হার এবং জিপিএ-৫ পান ৯ জন পরীক্ষার্থী। এছাড়া সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজে পাশের হার ৭৯% এবং জিপিএ-৫ পায় ২২জন পরীক্ষার্থী, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের পাশের হার ৮৯%,জিপিএ-৫ পায় ২জন পরীক্ষার্থী। এদিকে ভাল ফলাফল অর্জনে কলেজের শিক্ষকদের সঠিকভাবে পাঠদান, শিক্ষার্থীদের পড়াশুনার নিয়মিত খোঁজখবর রাখা,নিজেদের চেষ্টা এবং পিতা-মাতার অবদানের কথা তুলে ধরেন সুজানগর মহিলা ডিগ্রি কলেজের পাশকৃত শিক্ষার্থীরা। এ বিষয়ে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডল জানান, অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম স্যারের নির্দেশনা অনুয়ায়ী আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদানের। অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও যেন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ অর্জন ধরে রাখতে পারি এ জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।