রবিউল রনি: ঈশ্বরদী – লালপুর- বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক নির্মাণে পাবনা আংশের ঈশ্বরদী থেকে আড়ামবাড়িয়া পযর্ন্ত নির্মাণ কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ঈশ্বরদীর গার্লস ক্লুল মোড় এবং আড়ামবাড়িয়া বাজার এলাকায় আরসিসি ঢালাইয়ে নিম্নমানের কাজের জন্য বিভিন্নস্থানে ভেঙ্গে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
কাজটির ঠিকাদারি পেয়েছেন মের্সাস মোজাহার এন্টারপ্রাইজ। এসব গর্ত সারাতে পাবনা সড়ক ও জনপথ বিভাগ আরসিসি ঢালাইয়ের উপর বিটুমিন দিয়ে সিলকোট করে। কিন্তু বতর্মানে সে সিলকোট উঠে গিয়ে আরও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সে গর্ত সারাতে সকড় বিভাগ থেকে কয়েক দফা সিমেন্ট বালি মেরামত করা হলেও আবার ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়েছে। এলাকাবাসির অভিযোগ সকড় বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় এবং নজরদারির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করেছেন।