ঈশ্বরদী সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমে ধান-চাল-গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকালে ঈশ্বরদীর এলএসডি ও মুলাডুলি সিএসডি খাদ্যগুদামের ধান-চাল-গম সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনুর আলম, ঈশ্বরদী এলএসডি’র এসএমও মাহফুজ-আল-আসাদ, মুলাডুলি খাদ্য গুদামের সহকারি ম্যানেজার আব্দুল হান্নান, চালকল মালিক সমিতির সভাপতি জুলমত হায়দার, সাধারণ সম্পাদক শামসুল আলম বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
এসএমও মাহফুজ-আল-আসাদ জানান, বোরো মৌসুমে দুটি গুদামে সরবরাহের জন্য মোট ১৬,৫৩৯ মে:টন চাল, ২৭৯ মে:টন ধান এবং ৩৬৪ মে:টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার এবারে ৪৫ টাকা কেজি দরে চাল, ৩২ টাকা কেজি দরে ধান এবং ৩৪ টাকা কেজিতে গম ক্রয় করবে।