শিক্ষার্থীদের পড়ালেখা, তার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন অঙ্গনে ভূমিকা রেখে দেশের গৌরব বয়ে আনার জন্য সরকারের বিভিন্ন অনুদান ও সহযোগিতা রয়েছে।
গতকাল রোববার ৪ ফেব্রুয়ারি আদর্শ গার্লস হাই স্কুলে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য, ও সাংস্কৃতিক সপ্তাহ -২০২৪ এর সমাপনীর দিনে
প্রধান অতিথির বক্তব্যে পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান উপরোক্ত কথাগুলো বলেন।
শরিফ বিদ্যালয় এর উন্নয়ন প্রসঙ্গে বলেন আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমরা সবাই মিলে আমাদের এমপি গোলাম ফারুক প্রিন্স মহোদয়কে বলবো আগামী অর্থবছরের বাজেট থেকে এই বিদ্যালয়ের উন্নয়ন করতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রলয় চাকী ও বিশিষ্ট নাট্য অভিনেতা মাসুদ রানা মিঠু।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস মুস্তাকিম সবুজের সভাপতিত্ব আমন্ত্রীত অতিথির বক্তব্য দেন চিত্র শিল্পী কে এইচ মারুফুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক ওহিদুর রহমান।
দুপুর পৌনে ১২ টায় অতিথিবৃন্দের ফুল দিয়ে বরণের পর এক আলোচনা সভার মধ্যদিয়ে ২পর্বের অনুষ্ঠানের ১ম পর্বের নবীন বরণ শুরু হয়।
সারেগামাপা সঙ্গীত একাডেমির পরিচালক সমীর মজুমদারের পরিচালনায় বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের একটি দল “তোমরা নতুন তোমরা নবীন” গানে ও সেইসাথে নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয়।
এর আগে নবীন বরণ মানপত্র পাঠ করেন ৮ম শ্রেণীর গোলাপ শাখার সাথী খাতুন। সাথী তারপর ৬ষ্ঠ শ্রেণীর নুসরাত জাহান লুবার কাছে মানপত্রটি প্রদান করেন। লুবা মানপত্রটি বিদ্যালয়ে সংরক্ষণ করার জন্য প্রক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খানকে প্রদান করেন।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়পিঠ। রং-বেরঙের নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে স্কুলটি। শিক্ষার্থীরা একদিনের ইউনিফর্ম ছাড়া পেয়ে নানা রঙে সেজেগুজে এসে স্কুলের সৌন্দর্য আরও বর্ধন করেছে।
এরপর জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত ও অন্যান্য গানের প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে
শিক্ষার্থীরা মঞ্চ ও টেলিভিশনসহ বিভিন্ন অঙ্গনে অভিনয় করা পাবনার কৃতি সন্তান মাসুদ রানা মিঠু’র সাথে একটি আনন্দঘন মুহুর্ত অতিবাহিত করে। সেখানে আরও সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।
জ্যেষ্ঠ সহকারি শিক্ষক কে এম শুকুর আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল হাকিম, প্রাক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, সিনিয়র শিক্ষক আফরোজা খাতুন, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, কে. এম. আবুল হোসেন, মিজানুর রহমান, ধর্ম শিক্ষক আব্দুল হামিদ খান, দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মেরিনা আক্তার মেরিন, আফতাব উদ্দিন, নারগিস আরা, সাইমা ইয়াসমিন, আল আমিন হক, শামীমা আক্তার, হাবিবুর রহমান, পিংকি বিশ্বাস, মৌসুমি খানম, রফিকুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, শরীফ আহমেদ, সাখাওয়াত হোসেন, শরিয়ত উল্লাহ, উপমা সাহা প্রমুখ।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে
তিলাওয়াত করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী নুরানি করিম। তারপর গীতা পাঠ করেন ১০ শ্রেণীর স্বর্ণা দেবনাথ।