সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার সুনামধন্য আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২৪ পালন করা হয়। ২৬ মার্চ সোমবার সকাল ১০টায় বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘ অপারেশন সার্চলাইট’ শুরু করে বাঙ্গালীর অসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনা, ৭ মার্চের ভাষনসহ বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করেন আর, আতাইকুলা ইউনিয়ন আ’ লীগ সাধারন সম্পাদক আবুল হাসনাত, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ রশিদ, খ ম আক্তারুজ্জামান, মর্জিনা খাতুন, এস এম ফিরোজ কামাল, জাহিদুল ইসলাম প্রমুখ। শিক্ষক সাখাওয়াত হোসেন বাবুর পরিচালনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন। পরে চিত্রাংকন, রচনা, কবিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।