আটঘরিয়া প্রতিনিধি: পাবনা জেলা দুর্নীতি দমন কমিশন ও আটঘরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৬মে) আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম, সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহম্মদ ইয়াসিন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়তে ছোট বেলা থেকে সৎ ও চরিত্রবান হওয়ার আহ্বান জানিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনেক উদাহরণসহ বক্তব্য রাখেন।
এছাড়া আলোচনা সভায় দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে ও প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন, আটঘরিয়া থানার অফিসার ইনচার মোঃ হাদিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ চন্দ্র, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা শাজাহান আলী প্রমুখ।
পরে দল ভিত্তিক দুর্নীতিবিরোধী বক্তব্য প্রতিযোগিতায় কয়রাবাড়ি উচ্চ বিদ্যালয় ১ম ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়কে ২য় পুরস্কার প্রদান করা হয় এছাড়াও শ্রেষ্ঠ বক্তা হিসাবে পুরস্কার পায় দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের মুশফিকুর রহমান।