আটঘরিয়া প্রতিনিধি: আটঘরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত এ সভায় বিগত সভার কার্যাবলী পাঠ আন্তে উন্মুক্ত আলোচনার আহ্বান জানান ইউএনও। এ পর্যায়ে সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাদিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎ অফিসার মোঃ শরিফুল ইসলাম, লক্ষ¥ীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, একদন্ত ইউনিয়ন চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন, লক্ষ¥ীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রেজাউল করিম ও মাঝপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ জিন্নাত আলী।
বক্তারা মাছপাড়া ইউনিয়নের ৪০ বছরের পুরাতন রাস্তার জায়গা নিজের দাবী করে ঘর তুলে বেদখল করায় জনগণের দুর্ভোগ, দেবোত্তর খিদিরপুর রাস্তা নির্মাণে রাস্তায় নিচ থেকে ভেকু দিয়ে রাস্তার নিচ থেকে মাটি তুলে রাস্তার পাড় বাঁধাই যা যে কোনে সময় ধ্বসে পরবে, লক্ষ¥ীপুর বদ্ধ ভূমির সরঞ্জাম চুরি, লক্ষ¥ীপুর এলাকায় ভেকু দিয়ে ব্যাপক মাটিকাটা ও মাটি বিক্রির হিরিক, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপড়তা ও কঠর নজরদারী বৃদ্ধি, সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে বিষদ আলোচনা ও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।