আটঘরিয়া প্রতিনিধি: আটঘরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার (২৮-ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিগত মাসের সভার সিদ্ধান্তবলী পর্যালোচনা শেষে চলতি মাসের আইন শৃঙ্খলার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ হাদিউল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, আটঘরিয়া সাংবাদিক সুমতির সভাপতি আব্দুল সাত্তার মিয়া, মাঝপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক ও মাঝপাড়া ইউনিয়ন প্রতিনিধি জিন্নাত আলী।
সভায় বিগত ২-৩ মাস আগে মাঝপাড়া ইউনিয়নের সঙ্ঘবদ্ধ চক্রের গরু চুরি বন্ধ হওয়ায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানো হয় এবং বর্তমানে ভেকু মেশিন দিয়ে আবাদী জমি কেটে মাটি বিক্রয়ের মহোৎসব বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে এ ব্যাপারে একাধিক ব্যক্তিকে জরিমানা ও শাস্তির আওতায় আনা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম সভায় জানান। এছাড়াও বাল্যবিবাহ বন্ধে এবং ইসলামী জলসায় ছোট ছোট আকারের জুয়া বন্ধে সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়।