আটঘরিয়া প্রতিনিধিঃ সোমবার (১৫ জুলাই) অনুষ্ঠিত পাবনার আটঘরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে পাবনা ৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ বলেন, আটঘরিয়া উপজেলা প্রকৃতিগতভাবে শান্ত এলাকা, এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে আমি খুশি, তবে মাদকের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।
সভায় অন্যান্যদের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া থানার ওসি (তদন্ত), আতাইকুলা থানার ওসি (তদন্ত) নুরুজ্জামান, দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত আলি. লক্ষ¥ীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক,চাঁদভার ভারপ্রাপ্ত চেয়ারম্যন আব্দুস ছাত্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহরুল হক, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, মাজপাড়া ইউপি প্রতিনিধি জিন্নাত আলী ও লক্ষ¥ীপুর ইউপি প্রতিনিধি রেজাউল ইসলাম।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তাক, নবাগত উপজেলা প্রকৌশলী বাকি বিল্লাহ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
সভার শেষে সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম বলেন, রাসেল ভাইপার সাপের কামড়ে দ্রুত হাসপাতালে প্রেরণ, আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে এবং ছোটখাটো অপরাধ দমনে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব কর্মকর্তা রাজু আহমেদ।