আটঘরিয়া প্রতিনিধিঃ টেবুনিয়া-চাটমোরহর মিনি বিশ^রোডের আটঘরিয়ার অংশের ৭ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং না থাকায় এসব শিক্ষা প্রতিষ্ঠনের ৪ সহ¯্রাধিক ছাত্র-ছত্রী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পাড়াপার হচ্ছে, এ কারণে এসব স্থানে মাঝেমধ্যে দুর্ঘটনা লেগেই আছে।
উল্লেখ্য, টেবুনিয়া-চাটমোরহর মিনি বিশ^রোড সংলগ্ন এই ৭ শিক্ষাপ্রতিষ্ঠান হলো দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় ও তার বিপরীতে পাশে উপজেলা গেট, উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটঘরিয়া সরকারি কলেজ, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ও ইশারত আলী উচ্চ বিদ্যালয়য়ের ছাত্র-ছাত্রীদেরকে প্রতিদিন স্কুল-কলেজে যেতে অথবা ছুটি হলে এই রাস্তা পারাপার হতে হয়। এমনকি জনসাধারণকেও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় । নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং না থাকায় ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার হতে অজ্ঞাতে কারণে অথবা দৌড়ে পার হতেই ঘটে বিপত্তি। এমনকি এসব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকারও নাই। ফলে যানবাহন চলাচলকালে দুর্ঘটনা লেগেই আছে এবং চরম ঝুঁকিতেও রাস্তা পারাপার হতে হচ্ছে।
ঐ ৭ শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া শত-শত ছাত্র-ছাত্রী এবং সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং এবং স্পিড ব্রেকার নির্মাণ জরুরী। এলাকাবাসী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবী, এসব শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় জেব্রা ক্রসিং এবং স্পিড ব্রেকার নির্মান করা হোক।