আটঘরিয়া প্রতিনিধিঃ বাজারে পর্যাপ্ত কোন বিকল্প ব্যবস্থা না করেই ১ নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন নিষিদ্ধ করা হলেও গত ১২ দিন পরও আটঘরিয়ার হাট-বাজার, দোকানগুলোতে পলিথিন ব্যবহার আগের মতোই চলছে। দোকানীদের অভিযোগ পলিথিনের বিকল্প কোনো কিছু বাজারে পর্যাপ্ত না আসায় পলিথিন নিষিদ্ধ কার্যকর হচ্ছে না।
আটঘরিয়া উপজেলা দেবোত্তর, আটঘরিয়া, খিদিরপুর, একদন্তসহ বিভিন্ন হাটে আগের মতই পলিথিন ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। দোকানী, বিক্রেতা ও ক্রেতাদের দাবি, পলিথিনের বিকল্প এখনো বাজারে পর্যাপ্ত কোন কিছু না আসায় পণ্যদ্রব্য ও ছোটখাটো মালামাল কিভাবে ক্রয়-বিক্রয় করব? তাদের প্রশ্ন, পলিথিন নিষিদ্ধের আগে কেন বিকল্প কিছু বাজারে পর্যাপ্ত এলোনা? ক্রেতাদের অভিযোগ, বিকল্প কোন কিছু না থাকায় পলিথিন ছাড়া জিনিসপত্র নিব কিভাবে?
একদন্ত বাজারের দোকানী আরমান জানায়, বিকল্প বাজারে এলেই আমরা পলিথিন ব্যবহার করব না। খিদিরপুর হাটের এক ক্রেতা রাগান্বিতভাবে বলেন, দোকান থেকে ছোট ছোট পণ্যদ্রব্য কিনে আমরা কি পকেটে করে নিয়ে যাব?
সকলের একটাই দাবি, পলিথিনের বিকল্প জরুরী ভাবে বাজারে পর্যাপ্ত ছাড়া দরকার। তবে সচেতন মহলের অভিযোগ একদিকে পলিথিনের বিকল্প বাজারের দ্রুত ও পর্যাপ্ত আসা দরকার, অপরদিকে প্রশাসনের মনিটরিং জোরদার করা দরকার।