আটঘরিয়া প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর-খিদিরপুর সড়কটির বেহাল দশা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার তিনটি ইউনিয়নসহ আশপাশের লক্ষাধিক মানুষ। খানাখন্দের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
সরজমিন দেখা গেছে, সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় সড়কে দুই ধারে মাটি সরে ভেঙে গেছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, মালবাহী যানবাহন, মিনি ট্রাক ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। উপজেলার সদর রাধাকান্তুপুর গ্রামের অটো চালক সাফজ উদ্দিন বলেন, সড়কের উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয় কিন্তু সড়ক ঠিক হয় না। ভাঙা রাস্তার কারণে অটো ভ্যান চালানো খুব কষ্ট হয়। একটু ভারী মালামাল থাকলে গাড়ি উলটে যায়। ট্রাক চলাচলের কারণে পিচ পাথর উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। তার মধ্যে একটু বৃষ্টি আসলে সব জায়গায় পানি জমে যায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম বলেন, উপজেলার মানুষের ভোগান্তি দেখেছি। আমি নিজেও একাধিকবার ঐ সড়ক দিয়ে চলাচল করেছি। সড়কটি এলজিইডির অধীনে। গত অর্থবছর সংস্কারের জন্য আবেদন পাঠিয়েছিলাম। অর্থের কারণে সম্ভব হয়নি। তিনি জানান, চলতি বছরে ইতিমধ্যে টেন্ডার হয়েছে, আশা করছি খুব শিঘ্রই কাজ সম্পন্ন হবে।