আটঘরিয়া প্রতিনিধিঃ জমে উঠেছে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। নির্বাচনে রেকর্ড সংখ্যক ১৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এবং বাছাইতে সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য ঐ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম কামাল পদত্যাগ করায় পদশূন্য ঘোষণা করা হয় এবং পরবর্তীতে পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী ৪ জুলাই ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং ৫ জুলাই যাচাই-বাছাই শেষে সবাইকে বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন শাহজাহান আলী, আব্দুল কুদ্দুস আলী, আক্কাস আলী, বকুল বিশ^াস, শফিউল ইসলাম সোহাগ, ওলিউল্লাহ, হান্নান আলী, আব্দুল মান্নান, হাসিবুর রহমান, মাহমুদুল আলম, মনিরুল ইসলাম, কামাল হোসেন, আসাদুজ্জামান নান্নু, নাজিম উদ্দিন ও আব্দুল্লাহ আল কাফি। পরবর্তীতে আপিলের তারিখ ৬ জুলাই, নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহার ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোটগ্রহণ ২৭ জুলাই হবে ইভিএম এ।
মনোনয়নপত্র বাছাই শেষে সকল বৈধ প্রার্থী মাঠে নেমে পড়েছেন। ঐ ইউনিয়নের ২৫ গ্রামের মোট ভোটার সংখ্যা ২২,৩৮৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১১,০৮৯ জন ও মহিলা ভোটার ১১৩১৮ জন। ইউনিয়নের ৮ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়নের রেকর্ড সংখ্যক ১৫ প্রার্থী হওয়ায় সকল প্রার্থী আঞ্চলিকতা ও আত্মীয়-স্বজনের উপর জোর দিচ্ছেন বেশি এবং কম ভোটে বিজয়ী হওয়ার আশা করছেন।