আটঘরিয়া প্রতিনিধিঃ কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৫ জুলাই) উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন পাবনা ৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।
কোরআন তেলয়াত ও গীতা পাঠের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজিব আল মারুফ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনূল ইসলাম এবং দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম চঞ্চল।
মেলায় প্রায় ৩০ টি কৃষি স্টল স্থান পেয়েছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে। একই অনুষ্ঠানে উপজেলার ১১০০ কৃষককে প্রণদনামূলক বিনামূল্যে ধানের বীজ ও সার প্রদান করা হয়।