আব্দুস সাত্তার মিয়া
আসন্ন দুর্গাপূজায় এবার আটঘরিয়া উপজেলায় ১৬ মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল আসলামের সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির প্রস্তুতিমূলক মতবিনিমা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মন্দির কমিটির যৌথ উদ্যোগে তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, জেলা জামায়াতের নায়েবে আমির, লক্ষ¥ীপুর ইউপি চেয়ারম্যান, বিএনপি সদস্য সচিব, পৌর বিএনপির আহবায়ক, পল্লিবিদ্যুত এজিএম, ফায়ার সার্ভিস কর্মকর্তা, ভিডিবি কর্মকর্তা, আক্তারুজ্জামান, মিনা কুমার, মিরত কুমার, অর্পন কুমার, নিখিল কুমার প্রমুখ। এছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নিয়ন্ত্রণাধীন ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে দুর্গাপূজার সেচ্ছাসেবক মনিটরিং টিম ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৬ দিন ব্যাপী প্রত্যেক মন্ডপে পর্যবেক্ষণ ও মন্দিরে পাহারার দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি শুভ কুমার দাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটরিয়া উপজেলা দুর্গাপূজা শেষেবক মনিটরিং টিমে আছে বিজন শেন, প্রান্ত কর্মকার, সোভাসাহা, শুভ সরকার, শুভশীল, সৌরভ কুমার, আকাশ রায় ও অনিক রায়।
পূজা মন্ডপ গুলো হলো কেন্দ্রীয় মাতৃমন্দির, কেন্দ্রীয় কালী মন্দির, উত্তরচক কালী মন্দির, পৌর কেন্দ্রীয় মন্দির, সাহাপাড়া বারোয়ারি দুর্গা মন্দির, খিদিরপুর ডাঙাপাড় দুর্গা মন্দির, সারদিয়া দূর্গা মন্দির, বাচামারা দুর্গা মন্দির, গোড়রী বারয়ারি দূর্গা মন্দির, আদি দূর্গা মন্দির, একদন্ত বারয়ারি দূর্গা মন্দির, লক্ষ¥ীপুর নিমতলা দূর্গা মন্দির, শ্রীপুর হালদারপাড়া মন্দির, কৈজুরি গোবিন্দ মন্দির, কানাইলাল রায় মন্দির ও লক্ষীপুর কালিবাড়ি দূর্গা মন্দির।