আটঘরিয়া প্রতিনিধি: রমজানের শুরু থেকেই আটঘরিয়ার বিভিন্ন হাট-বাজারে প্রতিদিন খোলা পরিবেশে ইফতারী পণ্যের পসার সাজিয়ে বেচাকেনা হচ্ছে, বিকেল হলেই এসব ইফতারীর দোকানে ভিড় লেগে যায় চলে ইফতারীর সময় পর্যন্ত।
এ বছর দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ইফতারের আইটেমগুলোর দাম বেড়ে গেছে। প্রতিটি ইফতারের দোকানে ছোলা, মুড়ি, বুদিয়া, বেগুনি, আলুর চপ, পিয়াজু, জিলাপি, খেজুর ইত্যাদি বেঁচাকেনা চলে। তবে এবার আকর্ষণ বাড়িয়েছে সিরাজগঞ্জের সলফের মাঠা যা বিক্রি হচ্ছে ব্যাপকভাবে, ১ লিটার শলফের মাঠা ১৪০ টাকা।
বাজারের হোটেল রেস্টুরেন্ট গুলোতে উন্মক্তভাবেই চলছে অবাধে বেঁচাকেনা । বিশেষ করে ইফতারের দোকানগুলো খোলা আকাশের নিচে বেঁচাকেনা করায় ধুলা-ময়লা পড়ে থাকে। এসব হাট-বাজার হলো আটঘরিয়া, দেবোত্তর, একদন্ত, খিদিরপুর, চাঁদভা, শিবপুর, রামচন্দ্রপুর, গোড়রী প্রভৃতি।