আটঘরিয়া সংবাদদাতা:
পাবনায় আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের জায়গাসহ ঘর বিক্রির অভিযোগ ওঠেছে।
জানা গেছে ২য় পক্ষ পাটেশ্বর গ্রামের বুদাই মোল্লার ছেলে আজিজুল হক অসহায় পরিবার হিসেবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দেয়া জায়গাসহ ঘর উপহার পান।
এর প্রেক্ষিতে আজিজুল হক পাটেশ্বর গ্রামের আব্দুস সামাদের ছেলে আলাউদ্দিন এর কাছে গত ২২/১০/২০২৪ ইং তারিখে ৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন যা সরকারি নিয়ম বহি:র্ভুত।
উপকার ভোগী আজিজুল হক জানান, পাঠেশ্বর গ্রামের অত দরিদ্র অসহায় আলা উদ্দিন তার ঘর ও জায়গা না থাকায়
আমার বরাদ্দকৃত পাঠেশ্বর আশ্রয় প্রকল্পের ৩ নং পাকা করা টিন সেট ঘর ২২ আগষ্ট ২০২৪ ইং তারিখে নিঃস্বার্থে বসবাস করার জন্য তিনশ টাকার ট্যাম্পে লিখিত করে দেই। এই ঘরের ব্যাপারে আমার কোন দাবি বা আপত্তি থাকবে না বলে জানান তিনি।
তবে অনুসন্ধানে জানা গেছে, এলাকার কিছু চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিদের ছত্র ছায়ায় আজিজুল হক ৬০ হাজার টাকায় আলা উদ্দিন নামক এক ব্যক্তির নিকট বিক্রয় করে দিয়েছে বলে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এবিষয়ে আটঘরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত জানান তৎকালীন সরকার কর্তৃক অসহায় পরিবারের মাঝে টিন সেড আধা পাকা ঘর বরদ্দ দেয়া হয়। এসব ঘর বিক্রি বা হস্তান্তর করার নিয়ম নেই।