চাটমোহর প্রতিনিধি
অটোভ্যানের একটি ব্যাটারীর জন্য থমকে আছে বিশু প্রামানিকের জীবন। প্রযুক্তির ছোঁয়ায় যখন বদলে গেছে অনেক কিছুই। তখনও বিশু তাঁর ভ্যান গাড়িটি চালাচ্ছেন পা দিয়ে। মোঃ বিশু প্রাং (৬০) পাবনার চাটমোহর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী। প্রতিদিন কাকডাকা ভোর থেকে পৌরসভার ময়লা-আবর্জনা পা চালিত ভ্যানে করে অপসারণ করেন। ব্যাটারী চালিত অটোভ্যানের এই যুগে বিশুর জীবনযাত্রা বদলায়নি। পা দিয়ে প্যাডেল ঘুরিয়ে প্রতিদিন ভ্যান গাড়িতে করে ময়লা-আবর্জনা টেনে নিয়ে যান তিনি। অভাবের তাড়নায় দুর্র্মূল্যের বাজারে কেনা হচ্ছেনা ভ্যানের একটি ব্যাটারী। পৌরসভা থেকেও কোস সহায়তা মিলছেনা।
আক্ষেপের সুরে বললেন বিশু প্রাং,এভাবে আর চলতে পারছিনা। ভ্যানের ময়লা রাখার জন্য ডালাও নেই। ব্যাটারী কেনা তো দূরের কথা। কেউ আমার কষ্টের কথা ভাবেন না। আমি গরীব মানুষ। কাজ না করলেও না খেয়ে থাকতে হবে। ভ্যানের একটি ব্যাটারী হলে কাজের অবসরে ভ্যান চালিয়ে কিছু আয় করা যেতো। ’