আটঘরিয়া প্রতিনিধিঃ খুচরা ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ ও ২ টাকার কয়েন সরকারিভাবে নিষিদ্ধ না হলেও অঘোষিতভাবে আটঘরিয়া উপজেলার হাট বাজার ও দোকানে এই কয়েন দির্ঘদিন থেকেই অচল। এ নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বচসা লেগেই থাকে। অধিকাংশ দোকানী এসব কয়েন গ্রহণ করে না। ফলে ১ ও ২ টাকা ফেরতের পরিবর্তে চকলেট দিয়ে বিদায় করছে তারা। কিন্তু কেন এমনটা হচ্ছে এ জিজ্ঞাসা সকলের।
তবে ২ টাকার কাগজের নোট এখনো ক্রয় বিক্রয়ে লেনদেন হলেও কোন কোন দোকানদার নিতে চায় না। কিন্তু সিকি, ১ ও ২ টাকার কয়েন কয়েন অঘোষিত ভাবে বাতিল করেছে দোকানদাররা। এখানকার কোন বিক্রেতা ও দোকানদার এই চার ধরনের কয়েন গ্রহণ করছে না। এই খুচরা কয়েন অঘোষিতভাবে অচল হওয়ায় অনেক ক্রেতাকে অধিকাংশ পণ্যের দাম পরিষদে ২/১ টাকা দিতে হচ্ছে।
অভিযোগ উঠেছে, এখানকার কোন কোন ব্যাংকার এই সিকি, ১ ও ২ টাকার কয়েন জমা নিতে অস্বীকৃতি জানায়। এসব ব্যাপারে প্রশাসনের কোনও হস্তক্ষেপ নাই। তবে অনেকের মন্তব্য, অন্যান্য এলাকায় ১ ও ২ টাকার কয়েন যথারীতি সচল আছে।
ভুক্তভোগীদের আবেদন এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ করা প্রয়োজন।