সংবাদদাতা : পাবনার সাঁথিয়া সিএনবি মোড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা অঞ্চলের সদস্যরা অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রাসেল হোসেন(২২) ও আসাদুজ্জামান(২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত রাসেল বেড়া উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া গ্রামের তারেক ব্যাপারীর ছেলে এবং আসাদুজ্জামান একই গ্রামের নুরুজ্জামান বিশ্বাসের ছেলে। তারা এলাকা চিহ্নিত মাদকব্যবসায়ী।
সোমবার দুপুরে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা অঞ্চলের সিনিয়র ইন্সপেক্টর শাহ জালাল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সাঁথিয়া সিএনবি মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Check Also
বেড়ায় অবৈধ অমলিন শিশু খাদ্যের কারখানার সন্ধান অভিযানে এক লক্ষ টাকা জরিমানা আদায়
শিশুদের মানব দেহের জন্য ক্ষতিকর ও শিশু খাদ্যের ভেজাল কারখানার সন্ধান পায় বেড়া উপজেলা প্রশাসন। …