পিপ : আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, রাজশাহীতে সেচের পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার বিচারসহ ১৬ দফা দাবিতে পাবনায় ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখা।
বুধবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত কর্মসূচি পালন শেষে জাতীয় আদিবাসী পরিষদের প্রতিনিধিরা জেলা প্রশাসক বিশ^াস রাসেলের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর দেন।
এ উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার সভাপতি কমরেড জাকির হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি রাম প্রসাদ মাহাতো, সাধারণ সম্পাদক আশিস চন্দ্র বানিয়াস, সাংগঠনিক সম্পাদক চন্ডি বাগদী সহ অনেকে।
Check Also
এনটিভি দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল-সাহাবুদ্দিন চুপ্পু
পিপ : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান …