আটঘরিয়া প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় ছোট বড় ২ শতাধিক বয়লার মুরগীর খামার থাকলেও হঠাৎ করে বয়লাল মুরগীর দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় যেমন প্রচুর উৎসাহী মানুষ বয়লার পালনে উদ্যোগী হয়েছিল ঠিক তেমনি হঠাৎ করেই অস্বাভাবিক দাম পড়ে যাওয়ায় বয়লার পালনকারী খামারীদের মাথায় হাত, খাদ্য ও বাচ্চার অস্বাভাবিক দামের কারনে প্রচুর লোকমানের সম্মুখীন হয়ে তারা আর বয়লার পালন করবে না বলে অনেক খামরী জানায়। এতিমধ্যে আটঘরিয়ার ছোট বড় ২০ টি খামার বন্ধ হয়ে গেছে এবং আরও ৪০ টি খামার বন্ধের উপক্রম, উৎপাদন কমে যাওয়ায় আটঘরিয়ায় চলছে বয়লার মুরগীর সংকট।
গত মার্চ মাসের মাঝা মাঝি হঠাৎ করে প্রতি কেজি বয়লার মুরগীর দাম ২৬০-২৮০ টাকা, খামারী পর্যায়ে ছিল ২৪০ থেকে ২৬০ টাকা। এ কারনে অনেক উৎসাহী মানুষ বয়লার মুরগীর বাচ্চা তুলে খামার শুরু করে। কিন্তু হঠাৎ করে প্রতিকেজি প্রায় ৭০/৮০ টাকা দাম কমে বর্তমানে বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা আর খামার পর্যায়ে দাম ২০০-২২০ টাকা কেজি। প্রতিটি ১০ টাকার বয়লার বাচ্চা বর্তমানে ৭০ টাকা কম্পানি বিক্রি করছে। এছাড়াও খাদ্যর অস্বাভাবি মূল্য বৃদ্ধির কারনে ইতিমধ্যেই অনেক বয়লার বিক্রেতার দোকানও বন্ধ হয়ে গেছে।
নতুন পুরাতন খামারীদের অভিযোগ, যে দামে বাচ্চা ও খাদ্য কিনতে হয় এতে বয়লার পালনকারী সবাইকে বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে বলে রজব আলী নামে এক বয়লার খামারী জানান। আঃ রউফ নামে অপর এক খামরী জানান, পরিশ্রম ও খরচ করে যদি লোকসান দিতে হয় তাহলে বয়লার আর পালন না করে ভ্যানগাড়ী চালাব, এতে দিনে হাজিরা থাকবে। হযরত আলী নামে অপর এক খামারী জানায়, ১ হাজার বয়লার পালন করে লাভ ত্ োদূরের কথা বর্তমান বাজার মূল্যে প্রায় ৫ হাজার টাকা লোকসান দিতে হয়েছে। আটঘরিয়া উপজেলার ছোট বড় ২ শতাধিক খামার থাকলেও বর্তমানে তা কমে দাড়িয়েছে ১০০ উপরে। বর্তমান অবস্থা চলতে থাকলে অচিরেই বয়লার দুষ্প্রাপ্য হয়ে পড়বে।
হঠাৎ করে বয়লারের দাম পড়ে যাওয়ায় খামারীদের বয়লার পালনে অনিহা প্রকাশ
আটঘরিয়া
2 Mins Read
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment