চাটমোহর প্রতিনিধি
সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলেন পাবনার চাটমোহর মডেল মসজিদে খাদেম হাফেজ মওলানা ইসমাইল হোসেন (৩০)। শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে থাকাবস্থায় তিনি মারা যান। এরআগে গত বুধবার (২৫ মে) সন্ধ্যার পর চাটমোহর-ফরিদপুর সড়কের রাঙ্গালিয়া এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় তিনি মারাত্মক আহতত হন। তাকে ওই দিন রাতেই রাজশাহী মেডিখেল কলেজ হাসাপাকালের আইসিইউ’তে রাখা হয়। সেখানে দুই দিন থাকার পর শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেন। শনিবার (২৮ মে) সকালে চাটমোহর মডেল মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি উপজেলার বড় গুয়াখড়া খানকা শরীফে দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
Check Also
চাটমোহরে পৌরসভার বাজেট ঘোষণা
চাটমোহর প্রতিনিধি পাবনার চাটমোহর পৌরসভার ২০২২-২০২৩ বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন …