আটঘরিয়া প্রতিনিধিঃ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আটঘরিয়ায় যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন রেনু মঙ্গলবার (২৯ অক্টোবর) স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। একদিকে তিনি দীর্ঘদিন যাবৎ দুই চোখের দৃষ্টি হারিয়েছেন অপরদিকে হঠাৎ করে স্ট্রোক করায় তিনি আরও অসহায় হয়ে পড়েছেন, নতুন করে তার এই স্ট্রোক তাকে আরো অক্ষম করে দিল। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
আনোয়ার হোসেন ১৯৭১ সালে আটঘরিয়ার সকল মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন এবং বংশীপাড়া যুদ্ধে তার কমান্ডে মরনপণ যুদ্ধে ৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল এবং একাধিক হানাদার সেনা আহত হয়েছিল।
পরে তিনি আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করেন। হঠাৎ করেই চোখের সমস্যায় চিকিৎসকের ভুল চিকিৎসায় দুই চোখের দৃষ্টি হারিয়ে অসহায় হয়ে পড়েন। তারপরও তার মেধা ও কথাবার্তা সকলকে আকর্ষণ করতো। হঠাৎ করে গত ২৯ অক্টোবর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে এখন অসহায় হয়ে পড়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে তার এ কবর ছড়িয়ে পরার সাথে সাথে অসংখ্য গুণগ্রাহী তার সুস্থতা কামনা করে কমেন্ট করেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।