সাঁথিয়া প্রতিনিধি
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এড.শামসুল হক টুকু এমপি বলেছেন দেশের যুবসমাজ সুস্থ মানবসম্পদে তৈরি হলে দেশ উন্নয়ন সমৃদ্ধ হয়। তাই সুষ্ঠ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। ৭২ সালে যুদ্ধবিধস্ত বাংলাদেশকে সোনারবাংলা বিনির্মাণে জাতীর পিতা যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন যুবকদের জ্ঞানে-গুণে সুস্থ্ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে। শনিবার যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, আমরা জনগণের শান্তি চাই এবং দেশবাসীকে শান্তিতে রাখতে চাই। যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করবে, গাড়ি পোড়াবে, আগুন সন্ত্রাস করবে ও দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে তাদেরকে প্রতিহত করতে যুবলীগ নেতাকর্মীদের পাহারায় থাকারও আহবান জানান তিনি।
উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খাঁন, যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেড়া পৌর মেয়র এড. আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু প্রমূখ।