সুজানগর প্রতিনিধি ঃ শহীদ মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম।এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,গণমাধ্যমকর্মী আব্দুস শুকুর,মোহাম্মদ আলী, এম মনিরুজ্জামান ,এম এ আলিম রিপন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বজেন্দ্রনাথ, সহকারী শিক্ষক রবিউল ইসলাম,জামিলুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।