এম এ আলিম রিপন : সুজানগর পৌর শহরের সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সামনে স্থানীয় হোটেলগুলোর ফেলানো নোংরা ময়লা আবর্জনার দুর্গন্ধে এ পথ দিয়ে চলাচলকারী মহিলা কলেজ ও আবুল কাশেম নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক সহ আশপাশের এলাকার মানুষদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাইনা ওই আস্তাকুঁড়ের কাছে পৌঁছানোর কয়েক গজ আগে থেকেই নাকে কাপড় দিতে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী সহ অন্যান্য পথচারীদেরকে। সুজানগর মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সাবিনা খাতুন বলেন, ময়লা আবর্জনার দুর্গন্ধ সহ্য করে নাকে কাপড় দিয়ে তাদেরকে প্রতিদিন এ পথ দিয়ে কলেজে চলাচল করতে হচ্ছে । স্থানীয় শ্রী সুবাস চন্দ্র নামক এক ব্যক্তি জানান, শুধু ময়লা আবর্জনার দুর্গন্ধই নয়, কমপ্লেক্সের নিচে ফাঁকা জায়গায় বসে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করার পাশাপাশি দিনে রাতে প্রায় সবসময় আড্ডা চলে মাদকসেবী ও উশৃংখল বখাটেদের। পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর হাসান উদ্দিন জানান পৌরসভার গাড়ী গিয়ে রাস্তার সকল স্থান থেকে প্রতিদিন ময়লা আর্বজনা পরিস্কার করে থাকে,আর হোটেল ব্যবসায়ীদের প্রতিদিন নির্দিষ্ট স্থানে ময়লা আর্বজনা জমা রাখতে বলা হলেও তারা তা মানছেনা। সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর জানান, শুধু হোটেল ব্যবসায়ীই নয় বাজারের অনেক ব্যবসায়ীই তার প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা কলেজের সামনে এনে প্রতিনিয়ত ফেলে যাচ্ছে। কোন ধরণের নিয়মনীতিই মানছেনা তারা। সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী জানান, মহিলা কলেজের ৬ শতাধিক শিক্ষার্থী সহ আমাদের শিক্ষকদের সার্বক্ষণিক এই ভাগাড়ে আর্বজনার দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে। সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, মাদকের সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আবুল কাশেম নি¤œ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীন রবিবার জানান, তার বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা দুর্গন্ধ সহ্য করে এ পথ দিয়ে চলাচল করে থাকে,তাই সকলের অসুবিধার কথা চিন্তা করে পৌর কর্তৃপক্ষ অতিদ্রুতই এ স্থানটিতে ময়লা আবর্জনা ফেলানো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে প্রত্যাশা রাখি। পৌর মেয়র রেজাউল করিম রেজা জানান, হোটেল মালিক সহ অন্যান্য ব্যবসায়ীদের কলেজের সামনে ময়লা আবর্জনা না ফেলানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী জানান, উক্ত স্থানে ময়লা আবর্জনা না ফেলানোর নির্দেশনা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Check Also
সুজানগরে কোরবানী ও আকীকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগরে কোরবানী ও আকীকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুজানগর পৌর ইমাম …