এম এ আলিম রিপন
নতুন কোন করারোপ ছাড়াই সুজানগর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য সর্বমোট ৮০ কোটি ৬৯ লক্ষ ৮৬ হাজার ১৯৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । বুধবার পৌরসভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা । নির্বাচিত মেয়র হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট এবং সুজানগর পৌরসভার ১৯ তম বাজেট। বাজেট ঘোষণা উপলক্ষ্যে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আফসার আলী, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, আ.লীগ নেতা,রবিউল হক টুটুল, সরদার আব্দুর রউফ, ইউনুস আলী বাদশা, আব্দুল কুদ্দুস খন্দকার,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর কাউন্সিলর আব্দুল হাই,আব্দুর রহিম, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল মোল্লা, জাকির হোসেন, মুশফিকুর রহমান, পাশু সরদার, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মোছা.জাহানারা, চাম্পা খাতুন ও লিপি খাতুন,পৌরসভার উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান,কর আদায়কারী বাবুল হোসেন, প্রধান সহকারী মাসুদ রানা, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।এবারের বাজেটে পাকা, আধা-পাকা,নতুন রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার,ড্রেন,ব্রীজ,কালভাট নির্মাণ ও সংস্কার,বৃক্ষ রোপন,স্যানিটেশন,শিক্ষা ও স্বাস্থ্য সহ সামাজিক উন্নয়ন খাতে উল্লেখযোগ্য ব্যয় বরাদ্ধ রাখা হয়েছে । বাজেট ঘোষণা অনুষ্ঠানে সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা তিনি তার বক্তব্যে বলেন পৌরবাসীর নাগরিক সুবিধা প্রদান সহ সুজানগর পৌরসভাকে একটি মডেল টাউন হিসাবে গড়ে তুলতে চাই আর এ জন্য পৌরবাসীকে নিয়মিত পৌরকর পরিশোধ করার পাশাপাশি এ বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্তরের নাগরিকের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন ।
Check Also
আমিনপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা
আবু হানিফ খানঃ আমিনপুরে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে হত্যা করেছে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। …