এম এ আলিম রিপনঃ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত আসামি ফাহাদ মোল্লাকে গ্রেফতার করেছে সুুজানগর থানা পুলিশ। সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান বৃহস্পতিবার রাতে আসামী ফাহাদকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত বুধবার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে ফাহাদ মোল্লা নামে এক বখাটে। এদিন বিকাল ৪টার দিকে মেয়েটি স্কুল থেকে নিজ বাড়ি ফেরার পথে সাতবাড়িয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীর নাম মোছ.রাবেয়া খাতুন। সে সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বাণিজ্য শাখার শিক্ষার্থী ও সাতবাড়িয়া ইউনিয়নের কাঁচুরী গ্রামের মো.আনসার আলীর মেয়ে । এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বাদী হয়ে বুধবার রাতেই বখাটে মো.ফাহাদ মোল্লাকে আসামি করে সুজানগর থানায় একটি মামলা দায়ের করে। অভিযুক্ত বখাটে মো.ফাহাদ মোল্লা(১৭) সাতবাড়িয়া ইউনিয়নের ফকিৎপুর গ্রামের মো.ফারুক মোল্লার ছেলে। সুজানগর হাসপাতালে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রী রাবেয়া খাতুন জানান, বখাটে মো.ফাহাদ মোল্লা নামে ওই যুবক প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে আমাকে উত্ত্যক্ত করে আসছিলো। আমি ওই প্রস্তাব প্রত্যাখান করায় বখাটে মো.ফাহাদ মোল্লা আমার প্রতি ক্ষিপ্ত ছিল। বুধবার আমি আমার বান্ধবীদের সাথে বিদ্যালয় ছুটির পর নিজ বাড়ি যাবার পথে সাতবাড়িয়া কলেজের সামনে থেকে বখাটে মো.ফাহাদ মোল্লা আমার গতিরোধ করে আবারো প্রেমের প্রস্তাব দেয়। এতে সাড়া না দেওয়ায় আমাকে টেনে-হেঁচড়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। এ সময় চিৎকারে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত স্কুলছাত্রী রাবেয়াকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারজানা আক্তার বলেন, আঘাত গুরুতর হওয়ায় স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদিকে অভিযুক্ত ফাহাদ ওই মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশের কাছে দাবি করেছে।
Check Also
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ১১ দফা দাবিতে সুজানগরে সভা
এম এ আলিম রিপন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ১১ দফা দাবিতে সুজানগরে আলোচনা সভা অনুষ্ঠিত …