এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে নারী অধিকার,বাল্যবিবাহ ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট(ব্রেড)এর আয়োজনে ও কোর গ্রুপ(ইউএসএ) এর সহযোগিতায় এবং যৌন প্রজনন, মাতৃত্ব, নবজাতক,শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যর উন্নতিকরন (এসআরএমএনসিএএইচ) প্রকল্পের আওতায় বুধবার স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুস শুকুর, দৈনিক বিবৃতির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শাহজাহান আলী,যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ। প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ওই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম। কর্মশালায় উপজেলার ১৭ জন সাংবাদিক অংশ নেন। উপস্থাপনায় ছিলেন প্রকল্পের ফিল্ড অর্গানাইজার বায়েজিদ বোস্তামী ও তাহেরা খাতুন। কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিয়ে কারও একার পক্ষে বন্ধ করা সম্ভব না। এর জন্য চাই জনসচেতনতা। আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে বাল্য বিয়ে বন্ধ করতে হবে। এছাড়া নারী অধিকার ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বিষয়ের উপরও বিস্তারিত আলোচনা করা হয় ।