এম এ আলিম রিপন ঃ সুজানগর-পাবনা প্রায় ২২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক সংস্কার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া এ সংস্কার কাজের শুক্রবার উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ¦ কামিল হোসেন, পৌর মেয়র রেজাউল করিম রেজা,পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, আ.লীগ নেতা অ্যাডভোকেট শাহজাহান আলী খান, সাইদুর রহমান,রাজা হাসান, মাহমুদুজ্জামান মানিক,ইউনুস আলী বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।