এম,এ আলিম রিপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগরে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সুজানগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, আ.লীগ নেতা জাহাঙ্গির আলম বিল্টু, কুতুব, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহন করেন। র্যালিতে অংশগ্রহনকারী নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্তব্ধ বাংলাদেশকে উন্নয়নের পথে ধাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। প্রসঙ্গত, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এরপর স্বামী-সন্তানসহ ৬ বছর বিভিন্ন দেশে কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে গণতন্ত্রেও মানসকন্যা শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন। তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলকে বিদেশে ছোট বোন শেখ রেহানার কাছে রেখে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে লাখো জনতার উদ্দেশে শেখ হাসিনা বলেছিলেন , আমার আর হারাবার কিছু নেই । পিতা-মাতা,ভাই রাসেল সহ সবাইকে হারিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের মাঝেই তাদের ফিরে পেতে চাই। আপনাদের নিয়েই আমি বঙ্গবন্ধুর নির্দেশিত পথে চলে তার স্বপ্ন বাস্তবায়নে করে বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে চাই, বাঙালি জাতির আর্থ-সামাজিক তথা সার্বিক মুক্তি আনতে চাই।