সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে রবিবার(২৬ জুন) সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম ও সুজানগর থানার এস আই রাশিদুল ইসলাম। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Check Also
আমিনপুর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন
এম এ আলিম রিপন ঃ বিভিন্ন ঘটনা বা দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ ময়না তদন্তে প্রেরণের …