এম এ আলিম রিপন : সুজানগরে নি¤œ আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে ৩ ধরনের পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি)। সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি করছে টিসিবি ডিলাররা।বুধবার বেলা ১২টায় উপজেলার তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী জানান, সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের ১৭ হাজার ছয়শত সতেরোটি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবি ডিলারদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন। ৬ জন ডিলার উপজেলার বিভিন্ন এলাকায় এ সকল পণ্য বিক্রি করবেন। এদিকে লাইনে দাঁড়িয়ে কম মূল্যে টিসিবির নিত্য পণ্য চিনি,মসুর ডাল ও সয়াবিন তেল কিনতে পেরে খুশি নি¤œ আয়ের মানুষেরা। তবে ডিলার সংখ্যা বাড়িয়ে দেয়ার দাবি জানিয়েছেন হকেরা। আর গ্রাহকের সুবিধার্থে পণ্যের পরিমাণ বাড়িয়ে দেয়ার দাবি করেছেন টিসিবির ডিলারেরা।উদ্বোধনকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের কোন মানুষ না খেয়ে মরবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে সরকার। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
Check Also
সুজানগরে কোরবানী ও আকীকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগরে কোরবানী ও আকীকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুজানগর পৌর ইমাম …