সুজানগর প্রতিনিধিঃ সুজানগরে বাংলাদেশের নারীদের শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কার্যক্রম পরিকল্পনা বাস্তবায়নের উপর উপজেলা পর্যায়ে কার্যক্ষমতার উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ নারী প্রগতি সংস্থা ও পাবনা প্রতিশ্রুতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে ও পাবনা প্রতিশ্রুতির উপ-সহকারী পরিচালক মোছাঃ আনোয়ারা খাতুনের সঞ্চালনায় এদিন সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। স্বাগত বক্তব্য রাখেন পাবনা প্রতিশ্রুতির পরিচালক মোঃ মনির হোসেন। কর্মশালায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, আবুল কাশেম নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, চরভবানীপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ফেরদৌসী সুলতানা লিজা, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর পুকুরপাড় জামে মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস, পৌর কাউন্সিলর চম্পা খাতুন, নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ঝর্ণা খাতুন, নারী নেত্রী শ্রাবন্তী খাতুন,হাফিজা খাতুন, পাবনা প্রতিশ্রুতির সুপাভাইজার (শিক্ষা) আসমানী খাতুন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
Check Also
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ১১ দফা দাবিতে সুজানগরে সভা
এম এ আলিম রিপন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ১১ দফা দাবিতে সুজানগরে আলোচনা সভা অনুষ্ঠিত …