এম এ আলিম রিপন
পাবনার সুজানগরের সরকারী ডাঃ জহুরুল কামাল ডিগ্রী কলেজের তরুণ কান্তী মন্ডল নামে এক শিক্ষককের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার দুলাই বাজারে পাবনা-ঢাকা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ওই কলেজের শিক্ষার্থী,শিক্ষক-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন চলাকালে শিক্ষকের উপর হামলা ও মারপিটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন কলেজ শিক্ষক এ কে এম ফজলুল হক, মাহবুবুল কবির পলাশ,আব্দুল্লাহ আল মামুন,আশিক ইমরান ও শিক্ষার্থী মিদুল ও জুয়েল রানা প্রমুখ। উল্লেখ্য,গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুলাই বাজার এলাকায় সরকারী ডাঃ জহুরুল কামাল ডিগ্রী কলেজের ভূগোল বিষয়ের শিক্ষক তরুণ কান্তী মন্ডলের উপর অতর্কিত হামলা ও মারপিট করে আহত করা হয়। সে যশোর জেলার কেশবপুর উপজেলার মনহরপুর গ্রামের মৃত নিরঞ্জন কুমার মন্ডলের ছেলে । এ ঘটনায় আহত ওই শিক্ষক বাদী হয়ে ওইদিন রাতেই থানায় মামলা দায়ের করলে মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী অভিযুক্ত সুজন আলী ওরফে স্বপন মাষ্টার নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুজন আলী স্বপন পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের মাহমুদ আলী খানের ছেলে ও দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।