এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা হিসেবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে নগদ অর্থ, শুকনা খাবার ও শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়। মঙ্গলবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে সরকারি এ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, আ.লীগ নেতা ইউনুস আলী বাদশা,সরদার আব্দুর রউফ, স্থানীয় আ.লীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এ ধরণের অগ্নিকান্ডের ঘটনা পুণরায় যেন না ঘটে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য সরকারি আরও সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য,উপজেলার হাটখালী ইউনিয়নের কামালপুর গ্রামে গত সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, কামালপুর গ্রামের বাবলু মেম্বারের বাড়িতে রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আব্দুল ওহাব বিম্বাস,আলতাব বিশ^াস ও বিপুল বিশ^াসের বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুজানগর দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের আনে। কিন্তু ততক্ষণে ৬টি বসতঘর ও ঘরের মধ্যে থাকা মামলামাল সম্পূর্ণ পুড়ে যায়।