পিপ : পাবনার সাঁথিয়ায় এক লম্পট বৃদ্ধ কর্তৃক ৫ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। এলাকাবাসী ওই নরপশু ধর্ষককে মঙ্গলবার রাতে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরানচর ক্যানেল পাড়া গ্রামে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮জুন) দুপুরের দিকে পুরানচর ক্যানেল পাড়া গ্রামের মৃত মাজেদ প্রামানিকের ছেলে পাঁচ সন্তানের জনক দুলাল প্রাং (৬৫) তার প্রতিবেশি ৫ বছরের শিশু ক্যানেলের পাড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ওই সময় তাকে জোর পূর্বক ধরে নিয়ে তার নিজ ঘরে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার মাসহ আশপাশের লোকজন হাতেনাতে লম্পটকে ধরে ফেলে থানা পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মেয়েটির মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঐ দিন রাতেই ধর্ষক কে গ্রেফতার করা হয়েছে। যার নং-৩১,তারিখ ২৮/০৬/২০২২ ইং। বুধবার সকালে আসামিকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।
Check Also
১৩ মাসে উদ্ধার হয়নি অপহৃত শিশু, প্রশাসনের দ্বারে দ্বারে অসহায় পরিবার
সংবাদদাতা: ২০২১ সালের জুলাই মাসের ০৭ তারিখ রাত আনুমানিক ০৮ টা ৩০ মিনিটে আমিনপুর থানার …