আবু হানিফ খানঃ ২৬ জুলাই ২০২২ খ্রীঃ মঙ্গলবার দুপুর ১২.৩০ ঘটিকায় পাবনার সাঁথিয়া উপজেলায় দেশীয় প্রজাতির মা মাছ ও পোনা সংরক্ষণের জন্য চলতি মৎস্য সপ্তাহে সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বনগ্রাম হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ২২০০ মিটার কারেন্ট জাল ও ৪৮ টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে আটক করেন।
পরে আটককৃত সকল জাল আগুনে পুরিয়ে বিনস্ট করেন। উদ্ধার কৃত জাল বিনষ্ট করার সময় প্রসিকিউটর হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন।
Check Also
১৩ মাসে উদ্ধার হয়নি অপহৃত শিশু, প্রশাসনের দ্বারে দ্বারে অসহায় পরিবার
সংবাদদাতা: ২০২১ সালের জুলাই মাসের ০৭ তারিখ রাত আনুমানিক ০৮ টা ৩০ মিনিটে আমিনপুর থানার …