সাঁথিয়া প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলার ৫ নং করমজা ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল বুধবার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী করমজা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপÍ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগছী (নৌকা) ৪ হাজার ৭২৮ ভোটের ব্যবধানে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ১২ হাজার ৪২১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রইজ উদ্দিন সরদার (ঘোড়া) পেয়েছেন ৭ হাজার ৬৯৩ ভোট। নির্বাচনে মোট চার জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাঁথিয়ায় এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হলো। ভোটারদের পূর্ব অভিজ্ঞতা না থাকায় ইভিএম এ ভোট প্রদানে বিরম্বনায় পরতে হয়। সকাল ৮ থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহনে চলে। এছাড়া সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪২ জন পুরুষ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। করমজা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৬২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটর ১৫ হাজার ৩৭৭ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৪৯ জন।
Check Also
১৩ মাসে উদ্ধার হয়নি অপহৃত শিশু, প্রশাসনের দ্বারে দ্বারে অসহায় পরিবার
সংবাদদাতা: ২০২১ সালের জুলাই মাসের ০৭ তারিখ রাত আনুমানিক ০৮ টা ৩০ মিনিটে আমিনপুর থানার …