সাঁথিয়া সংবাদদাতাঃ ”সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস ২৪ পাবনার সাঁথিয়ায় পালিত হয়েছে। শনিবার সকালে বনাঢ্য র্যালীর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। র্যালী পরবর্তীতে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সমন্বয়ক আসলাম উদ্দিন, ইমরান হাসান শিশির,আরিফুল ইসলাম,সমবায়ি ফজলুল হক, জাতীয পুরুস্কার প্রাপ্ত সমবায়ি বেলায়েত হোসেন, সাংবাদিক আব্দুল হাই,সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব,পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির,পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমানসহ সমবায়িরা। আর আগে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।